Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘না বলার বাতিক না থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত’


২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:১৯

ঢাকা: বিএনপি-জামাত সবকিছুতে ‘না’ না বললে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সুন্দর করে মিথ্যা বলার যদি কোনো পুরষ্কার থাকতো, মির্জা ফকরুল সাহেব তাহলে তার প্রথম পুরষ্কারটি পেতেন। সব কিছুতে না বলার এবং সুন্দর করে গুছিয়ে মিথ্যাটাকে সত্য হিসেবে পরিবেশন করা, এই যে কাজ প্রতিনিয়ত তারা করে যাচ্ছে।’

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফয়দা লুটা যাবে এমন হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ‘কে কোন দলের, কে কোন মতের, কে কোন পথের; সেটি না দেখে যারা দুষ্কৃতিকারী মুনাফাখোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রক্রিয়া এই অভিযান অব্যাহত থাকবে। আমরা দেশকে পরিশুদ্ধ করার ব্যাপারে কোনো ছাড় দেব না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে দেবেন না।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে তিনি (বঙ্গবন্ধু) জাপানের মতো করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু জাপানকে উদাহরণ হিসেবে নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন।’ তিনি বলেন, ‘বর্তমানে দেশের উন্নতি হয়েছে শুধু তাই নয়, প্রতিটি মানুষের জীবনযাত্রারও উন্নতি ঘটেছে। এখন বাসা-বাড়িতে বুয়া নেই। ফসলের মাঠে শ্রমিক নেই। মানুষ ৬ ঘণ্টার বেশি কাজ করতে চায় না। এসবই উন্নতির লক্ষণ।‘

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ বইয়ের লেখক ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ।

বিজ্ঞাপন

বই বঙ্গবন্ধু শাবান মাজমুদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর