Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যাংক ডাকাত’দের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি বাম জোটের


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৮

ঢাকা: ঋণখেলাপি ও ‘ব্যাংক ডাকাত’দের গ্রেফতার ও বিচারের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের নেতারা বলেছেন, জনগণের অর্থ লুট করছে যেসব ঋণখেলাপি ও ‘ব্যাংক ডাকাত’, তাদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ঘেরাও কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদ (মার্কবাদীর) কেন্দ্রীয় নেতা মানস নন্দী ও সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।

সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও নৈরাজ্য চলছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এত বেশি ব্যাংকের প্রয়োজন নেই। তারপরও জনগণের আমানতের টাকা আত্মসাৎ করার জন্য সরকার নতুন নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে। দেউলিয়া ফারমার্স ব্যাংকের কলঙ্ক ঢাকতে নতুন নাম করেছে পদ্মা ব্যাংক। অধ্যাপক মঈনুল ইসলাম হিসেব করে দেখিয়েছেন, বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির যে তালিকা দিয়েছে, তা চাতুর্যপূর্ণ। বাস্তবে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি।

বাম নেতারা আরও বলেন, সরকার ঋণখেলাপি ও ‘ব্যাংক ডাকাত’দের ভিআইপি ও সিআইপি মর্যাদা দিয়ে পুরস্কৃত করছে। বাংলাদেশ ব্যাংকের নতুন ব্যাংক খোলার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত সরকারের চাপে ব্যর্থ হয়েছে। মন্ত্রী-এমপিরা ক্ষমতার জোরে নামে-বেনামে ব্যাংক খুলছে। এই পরিস্থিত থেকে দেশের অর্থনীতি রক্ষায় সকল বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ ব্যাংকের অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশের কাঁটাতারের ব্যারিকেডের মুখে পড়ে। পরে সেখান থেকে বাম জোট সমম্বয়ক বলজুর রশীদ ফিরোজের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নরকে স্মারকলিপি দেন।

ঋণখেলাপি বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ ঘেরাও কর্মসূচি ব্যাংক ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর