Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে বাড়ির বাস নদীতে পড়ে ভারতে ২৫ জনের প্রাণহানি


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৩

চালক নিয়ন্ত্রণ হারালে ভারতের রাজস্থানে একটি বিয়ে বাড়ির বাস সেতু থেকে নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু। খবর এনডিটিভির।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজ্যের বুন্দি জেলায় কোটা-দৌসা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৮ জন যাত্রী ছিলেন।

লেখারি থানার সাব ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার সংবাদ সংস্থা পিটিআইকে এই মর্মান্তিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, বাসটি কোটা থেকে ভোরবেলা রওনা হয়ে সাওয়াই মাধোপুরের দিকে যাচ্ছিল। পাপড়ি গ্রামের কাছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সেখানেই একটি সেতু থেকে নদীতে পড়ে যায়। ওই সেতুতে কোনো রেলিং ছিল না বলে জানিয়েছে পুলিশ।

আহতদের উদ্ধার করে লেখারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে নেওয়া হয় কোটায় সরকারি হাসপাতালে।

ভারত রাজস্থান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর