ডেমরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৩
ঢাকা: রাজধানীর ডেমরায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সাজিম (২১) ও ঐশিক (২৪)। এরা দুজনই ডেমরা এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ডেমরা কোনাপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে সাজিমকে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। আর ঐশিক মারা যায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে। তাদের সম্পর্কে বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে।
মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।