মহাখালীতে ‘প্রেস’ লেখা স্কুটি দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৩
ঢাকা: রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে স্কুটি দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। স্কুটিতে ‘প্রেস’ লেখা ছিল। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে তারা সংবাদকর্মী হতে পারেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অফিস থেকে স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) করে ফিরছিলেন ওই দুই নারী। এসময় একটি অজ্ঞাত যানবাহন ওই স্কুটিকে ধাক্কা দেয়। এসময় ওই দুই নারী স্কুটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বনানী থানার কর্তব্যরত কর্মকর্তা মো. আফজাল জানান, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে সেতু ভবনের সামনে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, সেতু ভবনের সামনে স্কুটি চালিয়ে যাওয়ার সময় কোনো এক যানবাহনের ধাক্কায় স্কুটারে থাকা দুই নারী ছিটকে পড়েন। পথচারীরা দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফজল ইসলাম আরও জানান, দুই নারীর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ আছে। তারা বিস্তারিত জানার চেষ্টা করছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়। দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি। তাদের বয়স আনুমানিক ২৬-২৭ হতে পারে।