Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রন্থমেলায় নারগিস সোমার বই ‘আরণ্যক জ্যোৎস্নায় একাকি’


২৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৮

রাজশাহী: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে চিত্রশিল্পী নারগিস সোমার বই ‘আরণ্যক জ্যোৎস্নায় একাকি।’ মেলায় জয় বাংলা আর্ট গ্যালারির ৯৯ নম্বর স্টল ও প্রিয় মুখ এর ২৪৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে ঠাঁই পেয়েছে ৪০টি কবিতা। ৪৮ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন অবিনাশ আচার্য।

আরণ্যক জ্যোৎস্নার কবি নারগিস সোমা বলেন, ‘মনের অস্থিরতা থেকেই ২০১৬ সালে লেখালেখি শুরু। রাতে যখন ছবি আঁকা শেষ হতো, তখন মনে হতো কিছু একটা লেখার। মনের সেই চাওয়া থেকে একটি দুটি করে লাইন লিখতে লিখতে কবিতা লেখা। জীবনের প্রথম কবিতা শরীরের ঘ্রাণ। অবশেষে প্রিয় অগ্রজদের উৎসাহে প্রথমবারের মতো বইটি করা।’

কবি বলেন, ‘একজন মানুষের গভীর রাতের চিন্তাগুলোয় প্রকাশ পেয়েছে কবিতাগুলোতে। বিশেষ করে প্রেমের, বিরহের, পাওয়া না পাওয়ার যন্ত্রণা রয়েছে। প্রথম বইটি জীবনের প্রথম প্রেমের মতই। এটি আমার জীবনে বড় পাওয়া।’

অমর একুশে গ্রন্থমেলা নারগিস সোমা বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর