লক্ষ্মীপুরে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে ৪ জনের মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৩
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোট ৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।