Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার করোনায় আক্রান্ত ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৪

ভয়ংকর ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরাসচি। তাকে এখন কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

করোনাভাইরাসে নাজুক অবস্থায় রয়েছে ইরান। দেশটিতে গত ৭২ ঘণ্টায় ৯৫ জন আক্রান্ত হয়েছেন ভাইরাসে। মারা গেছেন ১৫ জন। ভাইরাস আতঙ্কে ইতোমধ্যে ইরানের ১৪টি প্রদেশে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩০টি হাসপাতালে দেওয়া হচ্ছে রোগীদের চিকিৎসা।

বিজ্ঞাপন

এক টুইটার বার্তায় ইরাজ হারিরাসচি বলেন, আমি নিশ্চিতভাবে করোনাভাইরাসকে পরাজিত করব।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইনসগুলো (এমিরেটস,ইতেহাদ, ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া) ইতোমধ্যেই ইরানের সঙ্গে সকল ফ্লাইট স্থগিত করেছে।

চীনের বাইরে করোনাভাইরাসের কারণে কভিড-১৯ রোগে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ২ হাজার ৭০০ মানুষের। তার মধ্যে চীনের বাইরে ইরানেই এই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটল।

ইরান করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর