Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে কোভিড-১৯ পরীক্ষার ৫শ কিট দিলো চীন


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০০

ঢাকা: করোনাভাইরাস বা কোভিড-১৯ পরীক্ষার জন্য বাংলাদেশকে ৫শ কিট দিয়েছে চীন। এ নিয়ে সরকারের কাছে করোনাভাইরাস পরীক্ষার জন্য আড়াই হাজার কিট হলো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ঝি জিমং করোনাভাইরাস শনাক্ত করার কিটগুলো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন।  পরে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন।

করোনাভাইরাস ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভাইরাস শনাক্ত করতে আরও কিট আসবে।  আক্রান্ত রোগীদের জন্য ঢাকা- কুয়েত মৈত্রী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।  যদি দেশে এ ধরনের রোগী পাওয়া যায় তাহলে সেখানে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কে রয়েছে।  এ পর্যন্ত ২৩ টি দেশে করোনা ভাইরাস পাওয়া গেছে।  প্রায় ৮০ হাজার রোগী রয়েছে। আর চীনসহ সারাবিশ্বে মারা গেছেন ২৬১৮ জন। আমাদের দেশে এ পর্যন্ত ৩ লাখের মতো লোক পরীক্ষা করেছি।  আমাদের জন্য সুখবর হলো এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।  আমরা সকল ব্যবস্থা নিয়ে রেখেছি।  আমাদের পরীক্ষা ও চিকিৎসা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে।  আরও ভালো খবর হলো চীনেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে।  আগে আড়াই হাজার ছিল এখন কমে চারশোর নিচে নেমে এসেছে।  তবে দুঃসংবাদ হলো মধ্যপ্রাচ্য ইরান, ইরাকসহ অন্যান্য দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চীনের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা কিছু মেডিক্যাল জিনিসপত্র দিয়েছি।  তার ধারাবাহিকতায় চীন সরকার বাংলাদেশকে শুভেচ্ছাস্বরূপ ৫০০টি টেস্টিং কিটস দিয়েছে।  বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আজ এই টেস্টিং কিটসুগলো হস্তান্তর করেন।  বাংলাদেশেও ২ হাজার কিটস রয়েছে।  সব মিলিয়ে আড়াই হাজার কিটস হলো।  কিটসের কোন অভাব হবে না।  আরও পাইপলাইনে আছে।’

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত করার কিটসের পাশাপাশি আজ চীন একটি ট্রিটমেন্ট প্রটোকলও দিয়েছে।  বাস্তব অভিজ্ঞতার আলোকে তারা এটা তৈরি করেছেন।  আমরা এটা দেশের বিভিন্ন হাসপাতালে দ্বায়িত্বরত ডাক্তারদের কাছে পৌঁছে দেবো যেন তারা সেটা অনুসরণ করে চিকিৎসা সেবা দিতে পারেন।  এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি টেস্টিং কিট দিয়ে একজনের পরীক্ষা করা যাবে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশের প্রস্তুতি কেমন জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রস্তুতি যথেষ্ট আছে।  বিমান, নৌ ও স্থলবন্দরে চিকিৎসা টিমসহ স্ক্যানিং মেশিন, জ্বর মাপার যন্ত্র আছে।  একই সঙ্গে প্রাথমিক কোয়ারেন্টাইন করারও ব্যবস্থা রয়েছে।  এছাড়া আমাদের সব জেলায় জেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  ডিসি এসপিসহ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মধ্যপ্রাচ্যের সাথে ফ্লাইট বাতিলের কোন চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে এমন কোন পরিকল্পনা সরকারের নেই। ’

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ বাংলাদেশ-চীন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর