কভিড-১৯: ইরানে ৯৫ আক্রান্তের মধ্যে মৃত ১৫
২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫২
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগে ইরানে আক্রান্ত ৯৫ জনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইরানের সরকারি সূত্রে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইনসগুলো (এমিরেটস,ইতেহাদ, ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া) ইতোমধ্যেই ইরানের সঙ্গে সকল ফ্লাইট স্থগিত করেছে। এমনকি ৮০ মিলিয়ন ইরানি জনগণের ট্রানজিট হিসেবেও আরব আমিরাতকে ব্যবহার করতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। আগামী এক সপ্তাহের জন্য এমিরেটসের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, চীনের বাইরে কভিড-১৯ রোগে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত ২ হাজার ৭০০ মানুষের। তার মধ্যে চীনের বাইরে ইরানেই এই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটলো।