Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মান আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহিদ দিবস পালিত


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫২

মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,  প্রীতিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরীর সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর উপস্থাপনায় এদিন শুরু হয় মাতৃভাষা দিবস উদযাপনের মূল কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম পুলক, নুরে হাসনাত, শপিল, জল্লির রহমান, জাহাঙ্গীর হোসেন, মাবু চৌধুরী, মাহিদুল ইসলাম তালুকদার বাবুল, কেন্দ্রীয় জার্মান আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা, জাকির হোসেন, মো. জালালসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও ছিলেন, জার্মান যুবলীগের সভাপতি আমানউল্লাহ ইসলাম এবং সাধারণ সম্পাদক কায়সারুল আলম।

ভাষা দিবস উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এরপর প্রীতিভোজের মাধ্যমে  সবাইকে আপ্যায়ন করা হয়।

আওয়ামী লীগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জার্মানি

বিজ্ঞাপন

রাশেদ-অহনার ‘ভাঙ্গা সংসার’
২২ এপ্রিল ২০২৫ ১৬:২৭

আরো

সম্পর্কিত খবর