Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসের হেলপার শুকুর আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী-নিশা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ও চালকের সহকারীর মৃত্যু হয়। আহত হন বাসটির আরও ১০ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু সংঘর্ষে মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর