Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক হাসপাতাল ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


২৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং ক্যান্টিনের পাশ থেকে ১ দিন বয়সের এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করে জরুরি বিভাগের মর্গে রাখে পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, সকালে খবর পেয়ে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বয়স হবে একদিন। তবে মৃত নবজাতকটির কোমর থেকে নিচের অংশ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে এবং কোনো প্রাণী নবজাতকের নিচের অংশ খেয়ে ফেলেছে।

এর আগে, গত ২৯ জানুয়ারিও নার্সিং ক্যান্টিনের পাশ থেকে আরেক নবজাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নবজাতক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর