মানবপাচারের অভিযোগে বারিধারা থেকে আটক ১
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩১
ঢাকা: বিদেশে পাঠানোর নামে মানবপাচার ও প্রতারণার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে মামুন নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার, (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বারিধারা ডিওএইচএস থেকে তাকে আটক করে র্যাব-২ এর একটি দল। র্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বারিধারা ডিওএইচএসের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে মানব পাচারের অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৭টি ওয়াকিটকি ও বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-২ এর এএসপি শহিদ বলেন, ‘বিদেশে পাঠানোর নাম করে পাচারের উদ্দেশে ৪ জনকে আটকে রাখার অভিযোগে বারিধারার ওই বাসায় অভিযান চালায় র্যাব। পরবর্তীতে আটকে থাকা ৪ জনকে উদ্ধার এবং অভিযুক্ত ১ জনকে আটক করে র্যাব।