Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনর্নির্ধারণ


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৫

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক ৫০ হাজার টাকার পরিবর্তে ৫৩ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত এই স্বর্ণ স্মারকের দাম অবিলম্বে কার্যকর হবে।

গত ২৬ আগস্ট প্রতিটি স্বর্ণ মুদ্রার দাম ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫৩ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

দাম পুনর্নির্ধারণ স্বর্ণ মুদ্রা স্মারক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর