Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থপাচার মামলায় কাউন্সিলর রাজীব রিমান্ডে


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৫

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে অর্থপাচার মামলায় দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) রাজীবের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সিআইডি বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, সাত বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার জব্দ করা হয়।

এরপর রাজীবকে নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বাসায় অভিযান চালানো হয়। একইদিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

এর পরদিন বিকেলে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজীবের বিরুদ্ধে গত ৬ নভেম্বর একটি মামলা করে।

আরও পড়ুন

দুদকের মামলায় কাউন্সিলর রাজীব ও মিজান রিমান্ডে
কাউন্সিলর রাজীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ফের চার দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব
কাউন্সিলর রাজীব ১৪ দিনের রিমান্ডে
যুবলীগ থেকে বহিষ্কার কাউন্সিলর রাজীব

৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থপাচার মামলা কাউন্সিলর রাজীব টপ নিউজ ডিএনসিসি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর