সাভারে হিজড়া খুন, ৯৯৯ এ দুই খুনি আটক
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৬
ঢাকা: ঢাকা জেলার সাভারে নয়াবাড়ি পেট্রোল পাম্প এলাকায় আবদুল লতিফ ওরফে আপন হিজড়া খুনের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
৯৯৯ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত পৌনে ১টার দিকে একজন কলার কল করে জানান তার বাড়ির এক ভাড়াটিয়ার বাসার ভেতরে প্রচণ্ড মারামারি হচ্ছে। তিনি প্রচণ্ড চিৎকার ও চেঁচামেচি শুনে ভাড়াটিয়াকে দরজা খুলতে বলেছিলেন, কিন্তু তিনি দরজা খোলেননি।
বিষয়টি জানার পর ৯৯৯ তাৎক্ষণিকভাবে সাভার থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে সাভার থানার এসআই নুর মোহাম্মদ ফোর্সসহ অবিলম্বে ঘটনাস্থলে যান। পরে তিনি ৯৯৯ কে জানান তিনি ঘটনাস্থল হতে বাসার ভাড়াটিয়া আপন (৩৫) এর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং খুনে জড়িত সন্দেহে মাইশা ও আলী আকবর নামে দুইজনকে আটক করেন।
এসআই নুর মোহাম্মদ জানান, ওই ফ্ল্যাটে আপন (৩৫) হিজড়া থাকতেন। সন্ধ্যায় তার কাছে আলী আকবর ও মাইশা নামে দুইজন মেহমান আসেন। তারা রাতে সেখানে অবস্থান করছিলেন। এরপর তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়।
মাইশা ও আলী আকবর দুইজন মিলে কামড়ে ও গলায় ওড়না পেচিয়ে আপনকে খুন করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
সাভার থানা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে ৯৯৯ জানায়।