মঙ্গলবার থেকে যশোরে এমআরডিআই এর তথ্য অধিকার ক্যাম্প
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১১
যশোর: মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) যশোরের মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নে শুরু হবে পাঁচদিনব্যাপি তথ্য অধিকার ক্যাম্প। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই ক্যাম্পের আয়োজন করছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এমআরডিআই।
এসময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৯ সালে পাস হওয়া তথ্য অধিকার আইনটি দুর্নীতি হ্রাস, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মাইলফলক। এরইমধ্যে সারাদেশে সরকারি দফতরে ৩৫ হাজার ৩০৪ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া এনজিওব্যুরোর আওতায় ৭২১টি বেসরকারি সংস্থায় ৬ হাজার ৯০৫ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৯ সালে মানুষের জন্যে ফাউন্ডেশন, এমআরডিআই ও জরিপ সংস্থা Org Quest যৌথভাবে জাতীয় পর্যায়ে তথ্য অধিকার আইন ধারণা বিষয়ক জরিপ পরিচালনা করে দেখেছে যে, শতকরা দশমিক ৭ ভাগ মানুষ আইনটি সম্পর্কে জানে এবং খুলনা বিভাগে এই সচেতনতার হার ৬ দশমিক ১ ভাগ। মানুষ আইনটির মাধ্যমে উপকৃত হচ্ছে ও ধীরে ধীরে সুশাসনের পথ প্রশস্ত হচ্ছে।
এ জাতীয় কর্মসূচি প্রমাণ করে এভাবে চলতে থাকলে আগামীতে দেশে দুর্নীতি কমবে,সুশাসন বৃদ্ধি পাবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৫ সালে যশোরের চৌগাছার সিংহঝুলি ইউনিয়নে প্রথমবারের মতো তথ্য অধিকার ক্যাম্পের আয়োজন করে এমআরডিআই। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামি ২৫ ফেব্রুয়ারি মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নে পাঁচদিন ব্যাপিতথ্য অধিকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে শিক্ষিত,অশিক্ষিত,বেকার, নারী-পুরুষসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির বিভাগীয় সমন্বয়কারি মবিনুল ইসলাম মবিন, ডেপুটি ম্যানেজার আক্তারুন নাহারসহ অন্যরা।