নৌঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবেশে ফি লাগবে না
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১
ঢাকা: দেশের অভ্যন্তরে ফেরিঘাট ও লঞ্চঘাটে প্রবেশে মুক্তিযোদ্ধাদের কোনো টার্মিনাল চার্জ কিংবা প্রবেশ ফি লাগবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় এই ফি মওকুফ করেছে।
নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপথে বীর মুক্তিযোদ্ধাদের চলাচল সহজ করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্ত বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ, সকল প্রকার লঞ্চঘাটের প্রবেশ ফি পরিচয়পত্র প্রদর্শনসাপেক্ষে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মওকুফ করা হলো।
জন্মশতবার্ষিকী জাতির পিতা টপ নিউজ ফেরিঘাট মুক্তিযোদ্ধা লঞ্চঘাট লঞ্চঘাটে প্রবেশ ফি শেখ মুজিবুর রহমান