Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এক বছরে গণপরিবহনে ৫৯ নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার’


২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮

ঢাকা: ২০১৯ সালে সারাদেশের গণপরিবহনে ৫৯জন নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। দেশের সড়ক, রেল ও নৌপথে এসব ঘটনা সংগঠিত হয় বলে উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে।

গত এক বছরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সড়কপথে ৪৪টি, রেলপথে চারটি ও নৌপথে চারটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টি ধর্ষণ, ১২টি গণধর্ষণ, নয়টি ধর্ষণের চেষ্টা ও ১৫টি যৌন হয়রানি।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে ৪৪টি ঘটনায় মামলা হয়েছে ও ৯৩ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

এছাড়াও গণপরিবহনে যাতায়াতকালে নারীরা অসম্মানজনক আচরণ, নিপীড়ন, হেনস্তা, যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, শুধুমাত্র পরিবহন শ্রমিক, চালক বা তার সহকারীর কাছ থেকেই নয় কখনো কখনো পুরুষ সহযাত্রীও হয়রানি করে থাকেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘গত এক বছরে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে এই প্রতিবেদনে কেবল সেগুলোই উঠে এসেছে। তবে আমি মনে করি, প্রকৃতপক্ষে ঘটনার ভয়াবহতা অনেক বেশি। রক্ষণশীল সমাজ হিসেবে বাংলাদেশের নারীদের লোকলজ্জা, সামাজিক মর্যাদা, মামলার পর হয়রানি ও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অসংখ্য ঘটনা চাপা পড়ে যাচ্ছে।’

গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে কিছু সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি। সেগুলো হলো:

* গণপরিবহনে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা।

* চালক, হেলপার ও সুপারভাইজারের আলাদা আলাদা নেমপ্লেটসহ পোষাক বাধ্যতামূলক করা।

বিজ্ঞাপন

* চালক, হেলপার ও সুপারভাইজারের নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে ডাটাবেইজ তৈরি করা।

* গাড়ির ভেতরে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের হটলাইন নম্বর, ফোন নম্বর ও গাড়ির নম্বর প্রদর্শনের ব্যবস্থা করা।

* গণপরিবহনের সংখ্যা বাড়ানো।

* বাস মিনিবাসে নারীর জন্য সংরক্ষিত আসন দরজার আশপাশে রাখা।

* গণপরিবহনে অস্বচ্ছ ও বিজ্ঞাপনে মোড়ানো কাঁচের ব্যবহার বন্ধ করা।

* গণপরিবহনে যৌন সহিংসতার মামলা, গ্রেফতার ও বিচার দ্রুত শেষ করা।

গণপরিবহন গণপরিবহনে নারী টপ নিউজ ধর্ষণ যৌন হয়রানি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর