সালমান শাহ আত্মহত্যা করেছিলেন: পিবিআই
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১০
ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আত্মহত্যা বলে তদন্তে প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিবিআইয়ের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন সালমান, বলছে পিবিআই।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন। যার অধিকাংশই সুপারহিট।
সালমান শাহ-এর জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর বিটিভির খবরে প্রকাশিত হয়। সেই থেকে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছিল। হত্যা নাকি আত্মহত্যা? অবশেষে পিবিআই জানালো, আত্মহত্যা করেছিলেন সালমান।
তবে মৃত্যুর দুই দশক পরেও সমান জনপ্রিয় ঢালিউডের আইকনিক এই নায়ক।