ট্রাকের নিচে গেল অটোরিকশার ৩ যাত্রীর প্রাণ
২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৮
নওগাঁ: নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুত্র আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রফিজ, জয়নাল ও আশরাফুল। তবে তাৎক্ষনিকভাবে এদের পুরো পরিচয় পাওয়া যায়নি। কেবল জানা গেছে যে এরা সবাই ওষুধ কোম্পানি একমিতে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে থাকা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সোমবার সকালে মান্দার ফেরিঘাট থেকে একমি কোম্পানির পাঁচ কর্মী নওগাঁ জেলা সদরে যাচ্ছিলেন মিটিংয়ে যোগ দিতে। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ফেরিঘাট ব্রিজের পূর্বদিকে পৌঁছতেই হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন দুইজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের সবার বাড়ি মান্দা উপজেলায় বলে জানান এসআই। তিনি জানান, মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।