মিনিবাসের চাপায় প্রাণ গেল পোশাককর্মীর
২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০২
নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর আটিবাড়ি এলাকায় মিনিবাসের চাপায় এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক পোশাককর্মী আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের নরসিংদী সদর উপজেলার আটিবাড়ি এলাকায় নিজ কর্মস্থল মোল্লা স্পিনিং মিলে প্রবেশের সময় গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার (২৫) নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর এলাকার মুকুল মিয়ার মেয়ে। আহত পোশাককর্মীর নাম মনি আক্তার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লা স্পিনিং মিলে কর্মরত পারভীন প্রতিদিনের মতো কর্মস্থলে যোগ দিতে মিনিবাসে করে যাচ্ছিলেন। একই গাড়িতে ছিলেন মনি আক্তারাও। কারখানার গেটে গাড়ি থেকে নেমে দাঁড়ালে ওই গাড়ির চাকাতেই পিষ্ট হন তারা দু’জন। এর মধ্যে পারভীন ঘটনাস্থলেই মারা যান। মনিকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেতাব আলী জানান, ওই গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। পারভীনের মরদেহের ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তার পরিবারের সদস্যদের মত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।