Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিজিবি পরিচয়ে ভারত প্রবেশের চেষ্টা, আটক-১


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৯

হিলি সীমান্তে বিজিবি পরিচয় দিয়ে ভারত প্রবেশের চেষ্টাকালে ফিরোজ নামের একজনকে আটক করেছে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্তের চেকপোষ্ট গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ আলী খাঁন রাজ (২৯) জয়পুরহাট জেলার সদর চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।

হিলি আই সিপি ক্যাম্পের নায়েক  সুবেদার তবিবুর রহমান জানান, ‘সীমান্তের চেকপোষ্ট এলাকায় এসে আটককৃত ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিলে সেখানে দায়িত্বরত নায়েক রাকিব তার কাছ থেকে পরিচয় পত্র দেখতে চায়। এ সময় সে পরিচয় পত্র দেখাতে অপরাগতা প্রকাশ করলে দায়িত্বরত বিজিবি সদস্যেদের সন্দেহ হয়। তার দেহ তল্লাসি করে বিজিবি মনোগ্রাম সংবলিত একটি ভুয়া আইডি কার্ড,একটি ড্রাইভিং লাইসেন্স-(০০১৬৯৩৫০০০০৭), ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, ও একটি মোবাইল ফোন জব্দ করেন বিজিবি সদস্যরা। পরে আটক ফিরোজ কবিরকে বিকেলে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।’

বিজিবি হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর