Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫৯

কোভিড-১৯ বা করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণ কোরিয়ায়। এতে মারা গেছেন আরো দু’জন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন নতুন ১৬৯ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে শনিবারে এ সংখ্যা গিয়ে ঠেকেছে ৬০২।

এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছেন। দেইগু শহর ও চেওংডো কাউন্টিকে শুক্রবার ‘স্পেশাল কেয়ার জোনস’ উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সতর্কতার মাত্রা বৃদ্ধির ফলে দেশটির সরকার আক্রান্ত স্থানগুলোতে আরো বেশি সরকারী রসদ ব্যবহার করতে পারবে। এছাড়াও সরকার চাইলে অস্থায়ীভাবে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে পারবে।

ওদিকে, চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে ৬৪৮টি নতুন সংক্রমন নিশ্চিত করেছে। আগের দিনের তুলনায় তা বেশি হলেও- হুবেই প্রদেশের বাইরে আক্রান্তের সংখ্যা মাত্র ১৮। গত এক মাসের মধ্যে হুবেই প্রদেশের বাইরে সারা দেশে এ সংখ্যা সবথেকে কম। তবে অন্য দেশগুলোতে এ সংখ্যা বাড়ছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সরকারী সংস্থাগুলোকে রোববার জরুরিভিত্তিতে স্বাস্থ্য নীতিমালা এবং ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে সমন্বিত একটি পরিকল্পনার খসড়া প্রস্তুত করতে বলেছে। শনিবার দেশটিতে ২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ কোরয়া ও জাপানের জন্য তাদের ভ্রমণ সতর্কতা এক ধাপ বাড়িয়ে লেভেল-২ করেছে (১-৪)।

ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও ভাইরাসটির দ্রুত সংক্রমন বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। করোনাভাইরাস আক্রান্ত হওয়ার দিন থেকে ইউরোপে সবথেকে খারাপ অবস্থা ইতালিতে। শনিবার ইতালিতে আক্রান্তের জন্য চারগুন বেড়ে হয়েছে ৭৯। আর মারা গেছে দু’জন। ইরানে মোট ৪৩ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে মারা গেছেন ৮ জন।

বিজ্ঞাপন

চীনের উহানে শণাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

দক্ষিণ কোরিয়াতে সর্শেষ ১১ বছর আগে সর্বোচ্চ সরর্কতা জারি করা হয়েছি। সেটা ছিল ইনফ্লুয়েঞ্জা বা এইচ১এন১ সংক্রমনের সময়।

করোনাভাইরাস কোভিড-১৯ চীন দক্ষিণ কোরিয়া হুবেই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর