Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল রিমান্ডে


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:০৯

ঢাকা: আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী মাযহারুল ইসলাম ওরফে শাকিলের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম অস্ত্র আইনের মামলায় আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।

আরও পড়ুন- ‘আন্ডারওয়ার্ল্ডের শূন্যতা পূরণ করতেই দেশে আসে শাকিল’

এর আগে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে শাকিলকে আটক করা হয়। তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়।

এর আগে, গত বছরের অক্টোবরে দুবাই পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর শীর্ষ সন্ত্রাসী জিসানকে ছাড়াতে দৌড়ঝাঁপ শুরু করেন তার সহযোগীরা। এর মধ্যে অন্যতম ছিলেন মাযহারুল ইসলাম শাকিল। জিসানকে পুলিশের কাছ থেকে ছাড়াতে তিনি মধ্যপ্রাচ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করেন। জানা গেছে, এতদিন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। ফিরেই ধরা পড়েছেন র‌্যাবের হাতে।

জিসানের সহযোগী মাহযহারুল ইসলাম শাকিল রিমান্ড মঞ্জুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর