ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্প, তিন শিশুসহ আটজনের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১১
ইরানের পশ্চিমাঞ্চলীয় তুরস্ক সীমান্তের কাছাকাছি ৫.৭ মাত্রার ভূমিকম্পে তুরস্কের ভান প্রদেশে তিন শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।
তুরস্কের উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মৃত আটজন ছাড়াও আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
গ্রিনিচ মান সময় ৫টা ৫২ মিনিটে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর তারবিজ থেকে ১৪১ কিলোমিটার দূরে এবং তুরস্কের ওজলাপ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানিয়েছেন স্যাটেলাইট চিত্র। ভূমি থেকে পাঁচ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে।
এদিকে, এই ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় ফার্স নিউজ জানিয়েছে। এর আগে, জানুয়ারি মাসে এলাজিগ প্রদেশে ৪০ জনের মৃত্যু হয়েছিল।