Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর মৃত্যু


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪২

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- রাসেল (২৪) ও ফাহাদ (২৬)।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাই চয়েস নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফাহাদ নামের একজন মারা যান। আহত অবস্থায় রাসেলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, এ ঘটনায় বাসের চালক রবিউল ইসলাম (৪০) আটক করেছে পুলিশ। সেই সঙ্গে বাসটিকে (কুষ্টিয়া ব-১১০০৪১) জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দুই বন্ধুর মৃত্যু মোটরসাইকেল আরোহী যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর