ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এগিয়ে স্যান্ডার্স
২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৭ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেট দল থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারণের জন্য তৃতীয় দফা দলীয় ডেলিগেটদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে নেভাডা ককাসে। নেভাডা ককাসের ভোটে ডেমোক্রেটদের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে এগিয়ে থেকে বড় জয়ের পথে রয়েছেন ভারমন্টের বামঘেঁষা সিনেটর বার্নি স্যান্ডার্স। নেভাডা ককাসের আগাম ফলাফলের বরাতে রোববার (২৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।
এদিকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আইওয়া ককাস ও নিউ হ্যাম্পশায়ার প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে তালিকার তলানিতে অবস্থান করার পর, নেভাডা ককাসের ভোটে খানিকটা এগিয়েছেন বলে জানিয়েছেন বিবিসি।
এখন পর্যন্ত নেভাডা ককাসের ৫০ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৪৭ শতাংশ ভোট পড়েছে বার্নি স্যান্ডার্সের পক্ষে। জো বাইডেন ১৯ শতাংশ, পিট বোটেজিজ ১৫ শতাংশ এবং এলিজাবেথ ওয়ারেন ১০ শতাংশ ভোট পেয়েছেন। এক্ষেত্রে ১৫ শতাংশের ওপরে ভোট পাওয়া সকল প্রার্থীর মধ্যে থেকে জুলাইয়ে ডেমোক্রেট দলের কনভেনশনে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হবেন।
মোট ১৯৯০ ডেলিগেটের সমর্থন পেলে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন নিশ্চিত হবে। তার মধ্যে নেভাডা ককাসের আগ পর্যন্ত বার্নি স্যান্ডার্স ২১ ডেলিগেটের সমর্থন আদায় করে নিতে সক্ষম হয়েছেন। নেভাডা বিজয়ের পর সে তালিকায় আরও কয়েকজন যোগ হবেন। কিন্তু, লক্ষ্য পূরণে তাকে আরও অনেকদূর যেতে হবে উল্লেখ করেছেন নির্বাচন বিশ্লেষকরা।
নেভাডা ককাস বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০