Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার জামিন শুনানিতে ‘সত্যিকার’ রায় চান ফখরুল


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯

ঢাকা: কারাবন্দি খালেদা জিয়ার জামিন শুনানিতে ‘সত্যিকার’ রায় প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিকদল এ মানববন্ধন আয়োজন করে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয় আবেদন করেছেন খালেদা জিয়া। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাইকোর্টে এই জামিন আবেদনের ওপর শুনানি হবে।

শুনানি শুরুর ২ ঘণ্টা আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার জামিনের শুনানি আছে। আশা করব, প্রত্যাশা করব- বিচার বিভাগ তার স্বাধীনতাকে রক্ষা করবেন এবং সত্যিকার অর্থেই মামলার যে রায় হওয়া উচিত, সেই রায় দেবেন। কারণ, তাকে আটকিয়ে রাখার কোনো বিধান নেই। আপনারা (হাইকোর্ট) তাকে যে আটকিয়ে রেখেছেন, বেআইনিভাবে রেখেছেন।’

মামলা দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে বুটের তলায় রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশে ত্রাসের রাজত্ব, ফ্যাসিবাদের রাজত্ব কায়েম হোয়েছে। আমাদের সকলের বিরুদ্ধে মামলা। হাতিরঝিলে নাকি আমরা নাশকতা করেছি। এখন মামলা এভাবেই হয়। একটা একটা করে নাশকতার মাশলা। একটা ভেঙে আবার তিনটা করা হয়। অমুক মামলা, তমুক মামলা।’

ফখরুল বলেন, ‘তারা দেশ চালাতে পারে না। নিম্নবিত্ত, মধ্যবিত্তের মানুষ দ্রব্যমূল্যের দ্বারা হয়রান হয়ে গেছে। চালের দাম বাড়ছে, লবনের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, পেয়াজের দাম বাড়ছে। এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নাই, যার দাম বাড়ছে না। অন্যদিকে শ্রমিক শ্রেণির প্রকৃত আয় কমছে। বিনিয়োগ কমে যাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার গুম-খুনের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘একজন সেনা অফিসার— র‌্যাবে কাজ করতেন। তাকে অন্যায়ভাবে একটা সাজা দেওয়া হয়েছিল। বেরিয়ে আসার পরে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়। দেড় বছর পরে তিনি এসেছেন। কথা বলতে পারেন না। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলেও ফিরে এসে কথা বলে না। একজন রাষ্ট্রদূত প্রায় নয় মাস ধরে নিখোঁজ ছিলেন। ফিরে এসে কথা বলছেন না। এখনো নিখোঁজ আছেন আর্মির একজন জেনারেল। এ রকম অনেক মানুষ এখনো নিখোঁজ।’

‘এরা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গুমের  আশ্রয় নিয়েছে। যা অতীতে আমরা কখনো দেখিনি। গুম করছে, হত্যা করছে, গ্রেফতার করছে, মিথ্যে মামলা দিচ্ছে। এভাবেই তারা বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী রূপ দিচ্ছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুজিববর্ষ সম্পর্কে তিনি বলেন, ‘আপনারা খুব উৎসব করে, ব্যয় করে মুজিববর্ষ পালন করছেন। কখন করছেন? গণতন্ত্রের যিনি মাতা, তাকে কারাগারে রেখে। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি করবেন? স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির সময় পয়ত্রিশ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে!’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ন জানিয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশ থেকে বেরিয়ে আসার জন্য, এই বদ্ধ বাংলাদেশ, পরাধীন বাংলাদেশ থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দখলদার সরকারকে বাধ্য করি দেশের মানুষের কথা শোনার জন্য, চোখের ভাষা বোঝার জন্য।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। এই মুহূর্তে পদত্যাগ করে  নিরপেক্ষা সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচনই একমাত্র রাজনৈতিক সংকটের সমাধান। এ ছাড়া অন্য কোনো পথ নেই।’

বিজ্ঞাপন

‘সুতরাং অতি শিগগরিই নতুন নির্বাচন কমিশন পুনর্গঠন করুন, নতুন নির্বাচন দিন। যাতে করে জনগণ তাদের রায় দিতে পারে। নির্বাচন ব্যবস্থাকে তো ধ্বংস করে দিয়েছেন। কেউ যায় না ভোট দিতে। কারণ, ভোট দিয়ে কী হবে? ফলাফল তো নিয়েই যাবে সব। সুতরাং এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার আদায় করে নিতে হবে। কেউ দিয়ে যাবে না।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ শ্রমিকদল নেতারা।

খালেদা জিয়া জামিন শুনানি টপ নিউজ ফখরুল বিএনপি হাইকোর্ট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর