Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদার জামিন শুনানি নিয়ে আলোচনা


২২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪২

ঢাকা: রোববার বিএনপি’র কারান্তরীন চেয়ারপরসন খালেদা জিয়ার জামিন শুনানির আগ দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিষয়বস্তু পর্যালোচনা করেছে দলটির স্থায়ী কমিটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আলোচনা হয়। বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকের পর গণমাধ্যমকে কোনো ব্রিফ করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল খালেদা জিয়ার মামলার শুনানি।

রোববার সকালে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানি হবে। গত বুধবার খালেদা জিয়ার আইনজীবীরা এই জামিন আবেদন করেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

কারাবন্দি খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর