Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কাওলা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার


২২ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫১

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা থেকে পাভেল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সংবাদ পেয়ে পুলিশ কাওলা কবরস্থানেরর পাশের একটি নার্সারি থেকে মৃতদেহটি উদ্ধার করে।

নিহত পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আব্দুল হকের ছেলে। বর্তমানে খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় পরিবারের সাথে থাকতো সে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, দুপুরে বিমানবন্দর এলাকার কাওলা কবরস্থানের পাশের এক নার্সারি থেকে পাভেলের মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলেটি পোশাক কারখানায় কাজ করতো। তবে কিছুদিন ধরে সে বেকার ছিল বলে জানা গেছে।

সুমন চন্দ্র দাস আরও জানান, ময়নাতদন্তে জন্য পাভেলের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাভেলের মাথায় ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

উদ্ধার কাওলা যুবকের মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর