Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রীর মৃত্যু, আহত ৫


২২ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৩ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৪

ময়মনসিংহ: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এই ঘটনায় পুলিশ বাসটিকে জব্দ করলেও পালিয়ে গেছে চালক।

দুর্ঘটনায় মৃতরা হলেন, হালুয়াঘাটের বিলডোরা গ্রামের আরিফুল ইসলাম (১৮), নড়াইল গ্রামের সজিব আহমেদ (২০), শাকুয়াই গ্রামের শরিফ (১৯) ও নিশ্চিন্তপুর গ্রামের মিজান(১৮)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে হালুয়াঘাটের রঘুনাথপুরে এই দুর্ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারাবাজার রঘুনাথপুর এলাকায় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস। এটি হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

আহতদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি বিপ্লব।

টপ নিউজ বাসচাপা ময়মনসিংহ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর