Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে বেড়েছে পান চাষ, স্বাবলম্বী কৃষকরা


২১ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩২

দিনাজপুর (হিলি): হিলিতে পানের চাষ আগের চেয়ে বেড়েছে। এতে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় যুবকদের। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি পান চাষিরাও। ভারত থেকে পান আমদানি বন্ধ থাকায় এ অঞ্চলে পান চাষ বেড়েছে বলে জানান তারা।

হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের পান চাষি সারোয়ার হোসেন বলেন, অনেক দিন থেকে পান চাষ করে আসছি। বরজে আমি কাজ করি। পাশাপাশি কিছু শ্রমিক আছে তারা সব সময় এই বরজগুলোর পরিচর্যা করে। এবার বরজে ঝুট্টা ও কিছু গাটা জাতীয় পান চাষ করছি। প্রতি হাটে তিনটি বরজ থেকে তিন পোয়া পান বিক্রি করতে নিয়ে যেতে পারি। এতে করে প্রতি সপ্তাহে আমি দশ হাজার টাকার পান বিক্রি করতে পারছি।

চাষিরা আরও জানান, এবার আবহাওয়া ভালো থাকায় পানের তেমন একটা ক্ষতি হয়নি। আমরা পানের দাম ভালো পাচ্ছি। এবার যেমন ভারত থেকে পান আমদানি বন্ধ রয়েছে, এরকম বন্ধ থাকলে আমরা আরও ভালো দাম পাবো আশা করছি।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাৎ শামীমা নাজনীন জানান, গত বছর এই উপজেলায় ২৮ হেক্টর জমিতে ২৯৩টি পানের বরজ থাকলেও এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হেক্টর জমিতে, যাতে পানের বরজের সংখ্যা ৩৫৫টি।

পান চাষে উপজেলার পান চাষিদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দিনাজপুর পান চাষ হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর