Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে দশ কেজি গাঁজাসহ আটক ৬


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৫

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। এসময় গাঁজা বহনকারী একটি গাড়িও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, চানমারি এলাকার মৃত গণেশ কুর্মির ছেলে বিজয় কুর্মি (৫০), ছনখলা এলাকার মৃত রতন কালিন্দীর ছেলে মহেশ কালিন্দী (৩০), মৃত কাঞ্চন কালিন্দীর ছেলে সুজিত কালিন্দী (৩০), একই এলাকার সবুজ মুন্ডার ছেলে উপেন মুন্ডা (২৫), রাজকুমার কালিন্দীর ছেলে অনন্ত কালিন্দী (৩০), লাহারপুর এলাকার রফিক মিয়ার ছেলে ড্রাইভার রশিদ মিয়া (৪০)

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাতগাঁও চা ফ্যাক্টরির সামনের মহাসড়ক থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে ফাঁড়ি থানার ইনচার্জ এসআই মো. আব্দুস সালাম।

ঘটনার সত্যতা স্বীকার করে তিনি সারাবাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ ০৬ জনকে আটক করেছি। তাদের গাড়িটিও জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ইতোমধ্যে ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গাঁজাসহ আটক শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর