Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিমপুরে ভাষা শহিদদের সমাধিতে ঢাবির শ্রদ্ধা


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ২১শে ফেব্রুয়ারিতে বায়ান্নর ভাষা শহিদদের শুধু শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানো নয়, তাদের কবরে গিয়েও শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাবির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

এদিন সকালে ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রভাতফেরি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়। পরে তারা আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। পরে প্রভাতফেরি সহকারে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

এছাড়া বাদ জুম্মা মসজিদুল জামিয়াসহ সব হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।

এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য প্রমিত ও পরিশীলিত ভাষার উন্নয়ন খুব জরুরি। বাংলা যেন শুধু সাহিত্যের ভাষা না হয়, এই ভাষা হবে বিজ্ঞানের ভাষা, চিকিৎসা বিজ্ঞানের ভাষা, প্রকৌশল বিজ্ঞানের ভাষা। তাহলেই বাংলা আরও সমৃদ্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অনেক নৃ-গোষ্ঠীর ভাষা নিগৃহীত হচ্ছে। ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিল অসাম্প্রদায়িক, সার্বজনীন ও সব জাতি সত্ত্বার মানুষকে সুরক্ষা দেওয়া। আমাদের ভাষার মর্ম তখনই বাস্তবে আসবে যখন বাংলা ভাষা হবে সার্বজনীন।’

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই দিবস স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো