Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব স্রোত এসে মিশে শহিদ মিনারে


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৭

মায়ের ভাষা বাংলা ও ৫২’র ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই সারাদেশের মানুষ ছুটে গেছেন শহিদ মিনারে। ফুল ও ব্যানার হাতে শিশু-কিশোরসহ সব পেশা ও বয়সের মানুষ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন নিজ নিজ এলাকায়।

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মোংলা, চাঁদপুর, বরিশাল, গাংনী, নোয়াখালী, জয়পুরহাট, শরীয়তপুর, মঠবাড়িয়া, টাঙ্গাইল, কুমিল্লা, হিলি, নাটোর, নরসিংদীসহ বিভিন্ন জেলা-উপজেলায়। সারাবাংলার সংশ্লিষ্ট করেসপন্ডেন্টরা শহিদ স্মরণকে ঘিরে পাঠিয়েছেন প্রতিবেদন।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম: কুড়িগ্রামে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এসময় তার সঙ্গে ছিলেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ অন্যান্যরা। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চুয়াডাঙ্গা: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহিদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক  নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অন্যান্যরা।

বিজ্ঞাপন

মোংলা: মাতৃভাষা দিবসে হাজার মানুষের ঢল নামে মোংলার কেন্দ্রীয় শহিদ মিনারে। রাত ১২টা ১ মিনিটে স্থানীয় সংসদ সদস্য ও  বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার শ্রদ্ধা অর্পণ করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা।

বরিশাল: বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশ পালিত হয়েছে বরিশালে। বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।  দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

এরপর বরিশাল সিটি করপোরেশনের মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ কমিশনার, আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দল, ছাত্রসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহিদ মিনারে শ্রদ্ধা জানান। একুশ ঘিরে বরিশালে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বজায় রয়েছে পুলিশের কঠোর নজরদারি।

নোয়াখালী: নোয়াখালীতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আইনজীবী সমিতি, জাতীয় পার্টি, জেলা বাসদ (মাকর্সবাদী), জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ফুল-ব্যানার নিয়ে হাজির হয় শহিদ মিনারে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসেও পালিত হয় ভাষা শহিদ দিবস। রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে, নোবিপ্রবির বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী প্রতিনিধি এর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।

গাংনী: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…। প্রভাতফেরির মিছিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মেহেরপুরের গাংনীতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। শহিদ মিনারে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানসহ অন্যান্যরা।

শরীয়তপুর: শরীয়তপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের হাজার হাজার মানুষ। এছাড়া দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বেদীতে।

গাজীপুর: মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়েছেন  জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এছাড়া, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, ভাষা শহিদ বরকতের পরিবার, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া-প্রার্থনা, প্রভাতফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজনে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে, কুমিল্লা, টাঙ্গাইল, হিলি, নাটোর নরসিংদীসহ সারাদেশে।

২১ শে ফেব্রুয়ারি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা সারাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর