Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ৪টি বিদেশি ট্রলার, ২৪ জেলে আটক


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০৬

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অনুপ্রবেশকারী চারটি বিদেশি মাছ ধরার ট্রলার ও ২৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী জাহাজ ওমর ফারুক। সি হর্স, ওয়াসানা-০১, ওয়াসানা-০৩ ও সানজু পুথা-০৭ নামের ট্রলার চারটি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অনুপ্রবেশ করেছিল ট্রলার চারটি। বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় বানৌজা ওমর ফারুক ট্রলার চারটিকে আটক করে।

উদ্ধার করা ট্রলার ও জেলেদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ট্রলার ও আটক জেলেদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) ফিশারিজ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় তিনটি বড় মৎস্য বিচরণক্ষেত্র  রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মৎস্য বিচরণক্ষেত্রটি এশিয়ার মধ্যে অত্যন্ত মূল্যবান টুনা মাছের আদর্শ বিচরণক্ষেত্র হিসেবে বিশ্বে সুপরিচিত। অল্পসংখ্যক দেশীয় ফিশিং ট্রলার এই বিচরণক্ষেত্রে মৎস্য আহরণ করে থাকে। এছাড়া বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বঙ্গোপসাগর মোটামুটি শান্ত থাকায় বিভিন্ন সময়ে বিদেশি ট্রলারও গভীর সমুদ্রে বাংলাদেশে মৎস্য আহরণের জন্য চলে আসে।

বর্তমানে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্লু-ইকোনমি সংরক্ষণ, সমুদ্র সম্পদ আহরণ, মৎস্য সম্পদের সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য শিকার রোধ, চোরাচালান দমন ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ছয়টি জাহাজ দিন-রাত সার্বক্ষণিকভাবে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিতভাবে টহল দিয়ে চলেছে।

বিজ্ঞাপন

২৪ জেলে আটক ট্রলার আটক বঙ্গোপসাগরে বিদেশি ট্রলার বাংলাদেশ নৌবাহিনী বিদেশি ট্রলার মাছ ধরা ট্রলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর