Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, এক নারী গ্রেফতার


২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৯

ভারতের বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এক জনসভা থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় দেশদ্রোহিতার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সেভ কনস্টিটিউসনের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এদিকে, প্রকাশিত ভিডিও থেকে দেখা যায় ওই সময় আয়োজনে উপস্থিত হায়দারাবাদের লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসিসহ দুইজন আয়োজককে তড়িঘড়ি করে ওই নারীকে নামিয়ে দিচ্ছেন।

বিজ্ঞাপন

পরে আসাদউদ্দিন ওয়াইসি এনডিটিভিকে জানান, তিনি এবং তার দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) শত্রু রাষ্ট্র পাকিস্তানকে সমর্থন করেন না।

অমূল্য নামের প্রায় বিশ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে অমূল্যর বাবা বার্তাসংস্থা এএনআইকে জানান, সে যা করেছে তা ভুল। কিছু মুসলিমের সংস্পর্শে গিয়ে কিছুদিন যাবৎ সে এ ধরনের উগ্রপন্থি আচরণ করছে। তিনি কয়েকদফা অমূল্যকে নিষেধ করলেও সে তা শোনেনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইয়ুরাপ্পা জানিয়েছেন, অমূল্যর সঙ্গে মাওবাদিদের সংশ্লিষ্টতা রয়েছে।

প্রসঙ্গত, অমূল্য এর আগেও এক ফেসবুক পোস্টে লিখেছিলেন লং লিভ ইন্ডিয়া, লং লিভ পাকিস্তান, লং লিভ বাংলাদেশ, লং লিভ শ্রীলংকা, লং লিভ নেপাল, লং লিভ আফগানিস্তান, লং লিভ চায়না, লং লিভ ভুটান।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) বেঙ্গালুরু সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) হায়দারাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর