শেকৃবিতে ভাষা শহিদদের স্মরণ
২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫১
একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) পরিবার। শহিদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও পরিবেশন করেন পথনাটক।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিক থেকেই শেকৃবি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা। কৃষি অনুষদের আলোকিত ফুলেল পরিবেশও ছিল যেন শহিদদের সম্মানে নত।
রাত সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে শেকৃবি চিত্রনাট্য সংঘ ‘সপ্তক’ ভাষা শহিদদের স্মরণে পরিবেশন করে পথনাট্য ‘চেতনা’। রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেকৃবি উপাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন আহমাদ।
পরে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শেকৃবি শিক্ষক সমিতি, শেকৃবি ছাত্রলীগ, কবি কাজি নজরুল ইসলাম হল, শেরেবাংলা হল, নবাব সিরাজউদ্দৌলা হল, কৃষকরত্ন শেখ হাসিনা হল, বেগম ফজিলাতুন্নেসা হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো।
শেকৃবির ছাত্র-শিক্ষক সমন্বয়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শহিদ দিবস স্মরণে একুশের প্রথম প্রহরে প্রভাতফেরির পাশাপাশি দিনভর কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, মায়ের কাছে চিঠি লেখাসহ বিভিন্ন ধরনের ইভেন্ট চলবে।
একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদ শহিদদের শ্রদ্ধা শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়