মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু
২১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৯
ঢাকা: রাজধানীর কেরাণীগঞ্জ গদাবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মতিনের ভাতিজা বাবুল হোসেন জানান, কদমতলি মেরাজনগর মোহাম্মদবাগ এলাকায় তাদের বাড়ি। সেখানে তাদের ডেকোরেটরের ব্যবসা আছে। আব্দুল মতিন বিকেলে ব্যবসার কাজে মোটরসাইকেলে করে কেরাণীগঞ্জ এলাকায় যায়। পরে জানতে পারি, তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেছেন।
আব্দুল মতিনকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা স্থানীয় সাজেদা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সাজেদা হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মতিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।