Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পৃথিবীতে বাঙালিরাই শুধু রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে’


২১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫০

নারায়ণগঞ্জ: পৃথিবীতে একমাত্র বাঙালিরাই রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষাশহিদদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে বলে জানিয়েছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে কড়ইতলা মঞ্চে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাজী গোলাম মর্তুজা আরও বলেন, ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে। সেটা তরুণ প্রজন্মকে জানাতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে। তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে।’

স্বাধীনতাবিরোধী শক্তি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বাংলাভাষা মেনে নিতে পারেনি। বাংলাকে আরবি হরফে বিকৃত করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন। তার নেতৃত্বে মাতৃভাষা দিবস ইউনেস্কোর স্বীকৃতি অর্জন করেছে। সারাবিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।’

এছাড়া একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসী।

এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভু্ইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাছুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

একুশে গাজী শহিদ শহীদ শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর