ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর দিন
২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০২
মায়ের ভাষাকে ছিনিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে তারা নেমেছিলেন রাজপথে। মিছিল-স্লোগানে মুখর ছিল সেদিন। নিপীড়ক শাসক-শোষকগোষ্ঠী সেই দাবিকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু বাংলার দামাল ছেলেরা বুঝিয়ে দিয়েছিলেন, মায়ের ভাষাকে কেড়ে নিতে দেবেন না তারা। তাই শোষকরা যখন গুলিবর্ষণ করে, সে গুলির সামনে বুক পেতে দিয়েছেলন তারা। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল রাষ্ট্রভাষার অধিকার, মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা।
৬৮ বছর আগের ঠিক এই দিনটি, একুশে ফেব্রুয়ারি তাই অমর হয়ে রয়েছে কেবল বাঙালি-বাংলাদেশিদের কাছে নয়, গোটা বিশ্বের কাছেই। ভাষার জন্য আত্মদানের এমন নজির যে আর নেই বিশ্বজুড়ে। তাই তো কালক্রমে এই দিনটি কেবল আমাদের ভাষা শহিদ দিবসেই সীমাবদ্ধ নেই, পরিণত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
আজ সেই মহান একুশে ফেব্রুয়ারি। আজ সেই মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরে পাওয়ার দিন। আজ সেই অধিকার ছিনিয়ে আনা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। কেবল বাংলাদেশ নয়, জাতিসংঘের উদ্যোগে সারাবিশ্ব ভাষা শহিদদের স্মরণ করবে আজ।
আরও পড়ুন- ফেসবুকের যুগে ভাষাচর্চা
যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার— মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এ দিনে ‘বাংলা’কে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।
মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
তাদের এই আত্মদান নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ সরদার ফজলুল করিম তার ‘বায়ান্নর আগে’ প্রবন্ধে লিখেছেন ‘বরকত-সালামকে আমরা ভালোবাসি। কিন্তু তার চেয়েও বড় কথা বরকত-সালাম আমাদের ভালোবাসে। ওরা আমাদের ভালোবাসে বলেই ওদের জীবন দিয়ে আমাদের জীবন রক্ষা করেছে। ওরা আমাদের জীবনে অমৃতরসের স্পর্শ দিয়ে গেছে। সে রসে আমরা জনে জনে, প্রতিজনে এবং সমগ্রজনে সিক্ত।’
এদের আত্মদানের মধ্যদিয়ে আমরা অমরতা পেয়েছি উল্লেখ করে সরদার ফজলুল করিম বলেন, ‘আজ আমরা বলতে পারি দস্যুকে, বর্বরকে এবং দাম্ভিককে: তোমরা আর আমাদের মারতে পারবে না। কেননা, বরকত-সালাম রক্তের সমুদ্র মন্থন করে আমাদের জীবনে অমরতার স্পর্শ দিয়ে গেছেন।’
বরেণ্য শিক্ষাবিদ আবুল ফজল একুশ নিয়ে লিখেছেন ‘মাতৃভাষার দাবি স্বভাবের দাবি। ন্যায়ের দাবি, সত্যের দাবি- এ দাবির লড়াইয়ে একুশে ফেব্রুয়ারির শহীদরা প্রাণ দিয়েছেন। প্রাণ দিয়ে প্রমাণ করেছেন, স্বভাবের ব্যাপারে, ন্যায় ও সত্যের ব্যাপারে কোন আপস চলে না, চলে না কোনো গোঁজামিল। জীবন-মৃত্যুর ভ্রুকুটি উপেক্ষা করেই হতে হয় তার সম্মুখীন।’
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ৫২’র একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভূসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষা’র মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নতুন প্রেরণা। এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
পরবর্তী ৯ মাস পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে সংযোজিত হয় নতুন এক স্বাধীন সার্বভৌম দেশ— ‘বাংলাদেশ’।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশের প্রথম প্রহরে সর্বপ্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পরপরই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর কেন্দ্রীয় শহিদ মিনার উন্মুক্ত হবে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য।
২১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির দিন। এ দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো একুশের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহিদ মিনার জাতির শ্রদ্ধা ভাষা আন্দোলন ভাষা শহিদ শহিদ মিনার