Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়া খেলা বন্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ


২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৮

ঢাকা: ঢাকাসহ সারাদেশের ক্লাবগুলোতে জুয়া খেলা বন্ধে নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে ২৫ পৃষ্ঠার পূর্নাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।

রায়ে বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান। যদিও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সদস্যরা চিত্ত-বিনোদনের উদ্দেশ্যে এই খেলা খেলে থাকেন। তাদের  সদস্যদের পর্যাপ্ত পরিমাণ আর্থিক সচ্ছলতা থাকলেও তারা সমাজের দরিদ্র শ্রেণী থেকে ভিন্ন হিসেবে চিহ্নিত হতে পারে না।সু

ক্লাবগুলোতে জুয়া খেলা নিষিদ্ধ করা হলেও টাকা ছাড়া শুধু বিনোদনের উদ্দেশ্যে খেলা যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

রায়ে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআনের সুরা মায়েদার ৯০ ও ৯১ নম্বর আয়াতের তাৎপর্য তুলে ধরা হয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার অভিজাত ১৩টি ক্লাবসহ সারাদেশে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ।

ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিলো। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামিউল হক ও অ্যাডভোকেট রোকন উদ্দিন মো. ফারুকের জনস্বার্থে এ রিট করেছিলেন।

সেই রিটের শুনানি করে ২০১৬ সালের ৪ ডিসেম্বর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত জুয়া খেলা বন্ধে রায় ঘোষণা করেন।

জুয়া হাইকোর্টের রায়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর