Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্জিয়ার সাইবার হামলায় রাশিয়ান গোয়েন্দারা জড়িত: যুক্তরাজ্য


২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০১

২০১৯ সালে জর্জিয়ায় এক সাইবার হামলা চালিয়ে দুই হাজারেরও বেশী ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব জানিয়েছেন, ওই হামলার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগ (জিআরইউ) জড়িত ছিল। খবর বিবিসি।

তিনি আরও জানান, জর্জিয়ার সার্বোভৌমত্বকে লক্ষ্য করে চালানো এই সাইবার হামলার সঙ্গে রাশিয়ার মতো একটি রাষ্ট্রের হাত রয়েছে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

তবে, রাশিয়াভিত্তিক সংবাদ এজেন্সি আরআইএ জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) এক তদন্তে বেরিয়ে এসেছে রাশিয়ার সামরিক গোয়েন্দা বিভাগের প্রত্যক্ষ মদদে জর্জিয়ায় ওই সাইবার হামলা চলেছিল। যে হামলায় জর্জিয়ার প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, ন্যাশনাল টিভি ব্রডকাস্টার ওয়েবসাইটের নিয়ন্ত্রণ হারায় কর্তৃপক্ষ। অনেকক্ষেত্রেই ওয়েবসাইটগুলোর হোমপেজে জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলির ছবি সেট করে দিয়েছিল হ্যাকাররা, ক্যাপশনে লেখা ছিল ‘আই উইল বি ব্যাক’।

শুধু তাই নয় ২০১৭ সাল থেকে চালানো এরকম আরও কয়েকটি সাইবার হামলার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দারা জড়িত ছিলেন।

যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এই সাইবার হামলার মাধ্যমে জর্জিয়ার সাধারণ নাগরিকদের অধিকারের প্রতি অসম্মান দেখিয়েছে রাশিয়া।

এই সাইবার হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়াকে জর্জিয়া বা অন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে এ ধরনের ব্যবহার থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ার করা হয়েছে।

বিজ্ঞাপন

জর্জিয়া ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিবিসি) যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর