তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি
২০ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৫
টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ: বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল, বগুড়া ও ময়মনসিংহ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জনের প্রাণহানি হয়েছে। টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী দুই জন বাস চাপায় নিহত হয়েছেন। একই দিন বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক ও শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে কার্ভাডভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার ভূঞাপুর লিংক রোডে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। এদিন দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে কলেজ ছাত্র ইমন মিয়া (১৭)। তিনি শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮)। এ ঘটনায় আহত হয়েছেন হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটর সাইকেলে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মিয়া মরা যান। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
এদিকে একই দিনে বগুড়ার গাবতলি ও সারিয়াকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষক ও ১ শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গাবতলির তরুণীর হাট ডিগ্রী কলেজ ইসলামের ইতিহাসের প্রভাষক ইদ্রিস আলী (৫৫) তার এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার পেরিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইদ্রিস আলীসহ ৪জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রভাষক ইদ্রিস আলী মারা যান।
অপর দিকে সকাল ১০টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় রাস্তা পারাপারের সময় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় জান্নাতুল ফেরদৌস (৫) নামের এক শিশু নিহত হয়।
এব্যাপারে গাবতলি থানার ওসি সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ময়মনসিংহের ভালুকায় মুরগী বহনকারী কার্ভাডভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার আব্দুল মজিদের ছেলে গাড়ি চালক আমিরুল( ৩০) ও মনিরুদ্দিনের ছেলে শামীম (৩৫)।
ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনর্চাজ (এসআই) উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।