Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি, এক প্রতিষ্ঠান


২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৮

ঢাকা: জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকসহ ৯ বিশিষ্ট  ব্যক্তি ও এক প্রতিষ্ঠান এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য অধিদফতরের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা হলেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার আব্দুর রউফ, মরহুম মো. আনোয়ার পাশা ও আজিজুর রহমান।

চিকিৎসাবিদ্যায় এ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. মো. ওবায়দুল কবির চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির।

এছাড়া সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মদ (মুক্তিযোদ্ধা) এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২০। আর একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ভারতেশ্বরী হোমস শিক্ষায় এ পুরস্কার পাচ্ছে এ বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ প্রদান করবেন।

টপ নিউজ স্বাধীনতা পুরস্কার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর