Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর উত্তরায় ছাদ থেকে পড়ে কিশোরীর রহস্যজনক মৃত্যু


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১২

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় একটি ভবনের ছাদ থেকে পড়ে তানজিন‌ নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১২টার দিকে উত্তরা আজমপুর ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) সুকান্ত সাহা জানান, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি হঠাৎ উপর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে ঘটনাস্থলে যান তারা। সেখানে গিয়ে একটি ভবনের পেছনের দিকে আনুমানিক ১৫ থেকে ১৬ বছর বয়সের এক কিশোরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে আহত অবস্থায় ওই কিশোরীকে আরএমসি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই সুকান্ত আরো জানান, নিহতের নাম তানজিন‌ বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুল হাকিম। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। সে আত্মহত্যা করেছে নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

কিশোরীর মৃত্যু

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর