দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাতের মৃত্যু
২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৫
দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য মারা গেছেন। এসময় আহত হয়েছেন ওসিসহ চার পুলিশ সদস্য।
মৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আ. হামিদের ছেলে ওয়াজেদ আলী (৩০)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ছোট মাগুরা গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ কথা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অশোক কুমার।
তিনি জানান, ডাকাত দলের দুই সদস্যকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ২ ডাকাত ঘটনাস্থলে মারা যায়।