লক্ষ্মীপুরে মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল উদ্বোধন
২০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকায় ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এ হাসপাতাল উদ্বোধন করেন। সদর উপজেলার উত্তরাঞ্চলের জনগণের র্দীঘদিনের দাবি প্রেক্ষিতে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র্নিমাণ করা হয়।
এ হাসপাতালে প্রান্তিক জনগোষ্ঠীর র্গভবর্তী নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। গর্ভবতী নারী ও শিশুদের বিনামূল্যে ঔষুধও দেওয়া হবে। এ হাসপাতালের মাধ্যমে প্রায় লক্ষাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রধান অতিথি লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী তৃণমূল মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এ প্রত্যন্ত অঞ্চলে এ হাসপাতাল র্নিমাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম সালাহ উদ্দিন টিপু।